বিএফআরআইতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক ড. শাহীন আক্তার বলেছেন, “ আমরা গভীর দেশেপ্রেমের সাথে কাজ করে বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে ও নির্দেশনায় কাজ করে দেশ গড়ব”। অদ্য ১৫ আগষ্ট ২০১৬ খ্রি. বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল এর প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর ইউনিট এর আহ্বায়ক ও বিভাগীয় কর্মকর্তা জনাব মোহাম্মদ শহীদ উল্যা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন মুখ্য গবেষণা কর্মকর্তা, বনজ সম্পদ উইং ড. খুরশীদ আকতার ও মুখ্য গবেষণা কর্মকর্তা, বন ব্যবস্থাপনা উইং ড. মোহাম্মদ মহীউদ্দিন।পাবলিসিটি অফিসারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রিসার্চ অফিসার জনাব এম জহিরুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভাগীয় কর্মকর্তা ড. রফিকুল হায়দার, বিভাগীয় কর্মকর্তা জনাব মো. রফিকুল ইসলাম, ঊর্ধ্বতন বন গবেষণা কর্মকর্তা সমিতির সভাপতি মিসেস হাসিনা মরিয়ম, ২য় শেণি কর্মকর্তা সমিতি এর সভাপতি জনাব মো. কামরুল ইসলাম এবং ৩য় শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি জনাব মো. তাজুল ইসলাম, ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির পক্ষে জনাব মোহাম্মদ মুসা এবং কর্মচারী জনাব মো. আনোয়ার ও জনাব মো. নাজিম উদ্দিন বক্তব্য রাখেন।
আলেচনা সভা শেষে ১৫ আগষ্ট নিহতদের রুহ এর মাগফেরাত সহ দেশ ও জাতির কল্যান কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন মোহাম্মদিয়া ফয়জুল উলুম মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাও. মোহাম্মদ মুসলেহ উদ্দিন।