Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ এপ্রিল ২০২৩

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট-এর উপদেষ্টা কমিটির ৩০তম সভা অনুষ্ঠিত (২০-০৯-২০২২)


প্রকাশন তারিখ : 2022-09-22

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট-এর উপদেষ্টা কমিটির ৩০তম সভা অনুষ্ঠিত :

অদ্য ২০-০৯-২০২২ খ্রি. তারিখ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিএফআরআই-এর উপদেষ্টা কমিটির ৩০তম সভা অনুষ্ঠিত হয়। সভায় উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় ড. ফারহিনা আহমেদ । বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক ও সভার সদস্য-সচিব ড. রফিকুল হায়দার সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে সভার উপস্থাপনা শুরু করেন। সভার শুরুতে পরিচালক মহোদয় সভার নিম্নরূপ আলোচ্যসূচি অনুযায়ী অলোচনা উপস্থাপন করেন। আলোচ্যসূচি ছিল যথাক্রমে - ১) ২৯তম সভার কার্যবিবরণী অনুমোদন ২) ২৯তম সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন এবং ৩) বিবিধ । প্রত্যেকটি আলোচ্যসূচি অনুযায়ী সভায় বিস্তারিত আলোচনা হয় । সভায় বিএফআরআই-এর গবেষণা স্ট্যাডিসমূহ উপস্থাপন করা হয়। উপদেষ্টা কমিটির সভার কার্যপত্র অনুযায়ী আলোচনা শেষে সভাপতি মহোদয় সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন ।