বিএফআরআই-এর ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবা সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত :
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)-এর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২১-২০২২ এর সংযোজনী (৫) ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২১-২০২২ এর কার্যক্রম ১.৪ অনুযায়ী ‘ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবা সংক্রান্ত পর্যালোচনা’ সভা ২৫ আগস্ট ২০২১ তারিখ ইনস্টিটিউটের পরিচালক মহোদয় ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে বিকাল ০৪:০০ ঘটিকায় Zoom প্লাটফর্ম-এ ভার্চুয়াল ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন সভার সভাপতি মহোদয়।
সভার শুরুতে বিএফআরআই-এর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২১-২০২২ এর আওতায় ইনস্টিটিউটের ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২১-২০২২ সম্পর্কে আলোচনা করেন বিএফআরআই-এর মুখ্য গবেষণা কর্মকর্তা ড. রফিকুল হায়দার।
সভায় ‘বিএফআরআই-এর ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবা সংক্রান্ত পর্যালোচনা’ করে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন বিএফআরআই-এর ইনোভেশন টিমের ফোকাল পয়েন্ট ও বিভাগীয় কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান।
পরবর্তীতে উন্মুক্ত আলোচনায় সভায় অংশগ্রহণকারীগণ বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন।