গত ১৩ ও ১৪ মার্চ ২০২৩ খ্রি. রোজ সোমবার ও মঙ্গলবার সকাল ৯:৩০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিইট, চট্টগ্রাম -এর ‘ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্ম পরিকল্পনা ২০২২-২০২৩’ এর আওতায় ”অফিস ডিজিটাইজেশন” বিষয়ক দিনব্যাপী দুটি প্রশিক্ষণ বিএফআরআই মিলনায়তনে (হাইব্রিড আকারে) অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআরআই-এর বীজ বাগান বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. হাসিনা মরিয়ম এবং দ্বিতীয় দিন সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআরআই-এর প্রশাসন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান। উভয় দিন প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন বিএফআরআই এর ‘ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন টিমের ফোকাল পয়েন্ট জনাব মো. জুনয়েদ, সিনিয়র রিসার্চ অফিসার, বন রক্ষণ বিভাগ। উক্ত কর্মশালায় বিএফআরআই এর হেডকোয়ার্টার ও বিভিন্ন ফিল্ড স্টেশনের বিভাগীয় কর্মকর্তা, সিনিয়র রিসার্চ অফিসার ও রিসার্চ অফিসারগণ প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ অছিয়র রহমান, সাইবার নিরাপত্তা বিষয়ে; বাংলাদেশ বেতার, চট্টগ্রাম অঞ্চলের উপ আঞ্চলিক পরিচালক জনাব এ এস এম নাজমুল হাছান, ভার্চুয়াল অফিস ম্যাসেজম্যান্ট এন্ড অফিস অটোমেশান বিষয়ে এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এর পরিচালক জনাব মো. মোয়াজ্জেম হোসাইন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বিষয়ে প্রশিক্ষণার্থীদেরকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন।