Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ August ২০২১

বিএফআরআই এর বার্ষিক গবেষণা অগ্রগতি ২০২০-২১ বিষয়ক এবং বার্ষিক গবেষণা কর্মসূচী ২০২১-২২ বিষয়ক ০২ দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2021-08-08

বিএফআরআই-এর বার্ষিক গবেষণা অগ্রগতি ২০২০-২০২১ এবং বার্ষিক গবেষণা কর্মসূচি ২০২১-২০২২ বিষয়ক ০২(দুই) দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত (০৪-০৫ আগস্ট ২০২১):

উদ্বোধনী সেশন :

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ২০২০-২১ অর্থবছরের বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা এবং ২০২১-২২ অর্থবছরের বার্ষিক গবেষণা কর্মসূচী বিষয়ক কর্মশালা, বিএফআরআই এর সম্মানিত পরিচালক ড. মো.মাসুদুর রহমান এর সভাপতিত্বে গত ০৪-০৫/০৮/২০২১ খ্রি. তারিখ সকাল ০৯.১৫ ঘটিকায় ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। কর্মশালার শুরুতেই সভাপতি মহোদয় অত্র ইনস্টিটিউটের কর্মকর্তাগণকে স্বাগত জানিয়ে কার্যক্রম শুরু করেন এবং সূচনা বক্তব্য দেয়ার জন্য অত্র ইনস্টিটিউটের সম্মানিত মুখ্য গবেষণা কর্মকর্তা ড. রফিকুল হায়দারকে অনুরোধ করেন। সংক্ষিপ্ত সূচনা বক্তব্যে মুখ্য গবেষণা কর্মকর্তা মহোদয় বিএফআরআই কর্তৃক নির্ধারিত ফরমেট অনুযায়ী বার্ষিক গবেষণা অগ্রগতি ও কর্মসূচী উপস্থাপনার উপর গুরুত্বারোপ করেন। অতঃপর সভাপতি মহোদয় কারিগরী সেশন শুরু করার ঘোষণা দেন।

 

কারিগরী সেশন (১ম দিন)  :

কারিগরী সেশনের ১ম দিন বিএফআরআই এর মোট ১১টি গবেষণা বিভাগ তাদের প্রস্তাবিত নতুন কর্মসূচি এবং ২০২০-২১ অর্থবছরের গবেষণা অগ্রগতি উপস্থাপন করে।

সেশন সভাপতি : ড. মো.মাসুদুর রহমান, পরিচালক, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট।

          সেশন সভাপতি মহোদয়ের বক্তব্য :

*          Zoom platform meeting এর ক্ষেত্রে Slide presentation এ sharing process  জানা প্রয়োজন।

*          নতুন সচিব মহোদয় মো. মোস্তফা কামাল স্যারের নির্দেশনা অনুযায়ী এখন থেকে অংশগ্রহনকারীবৃন্দের  video  mode  এ এবং mute অবস্থায় থাকার পরামর্শ প্রদান করেন।

*          নির্ধারিত সময়ের মধ্যে এবং সহজ ভাষায় ও বোধগম্য হয় এমনভাবে গবেষণা অগ্রগতি উপস্থাপন করার অনুরোধ করেন।

 

গবেষণা বিভাগের নাম

মন্ড ও কাগজ বিভাগ, কাষ্ঠ যোজনা বিভাগ, কাষ্ঠ সংরক্ষণ বিভাগ, কাষ্ঠ শুষ্কিকরণ ও শক্তি নিরুপণ বিভাগ, বন রসায়ন বিভাগ, বন অর্থনীতি বিভাগ, প্ল্যান্টেশন ট্রায়াল ইউনিট বিভাগ, সিলভিকালচার জেনেটিক্স বিভাগ, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, বন রক্ষণ বিভাগ, গৌণ বনজ সম্পদ বিভাগ, বীজ বাগান বিভাগ।

 

কারিগরী সেশন (২য় দিন) :

সেশনের ২য় দিন বিএফআরআই এর মোট ৬টি গবেষণা বিভাগ এবং বন্যপ্রাণী শাখা তাদের প্রস্তাবিত নতুন কর্মসূচি এবং ২০২০-২১   অর্থবছরের গবেষণা অগ্রগতি উপস্থাপন করে।

সেশন সভাপতি : ড. রফিকুল হায়দার, মুখ্য গবেষণা কর্মকর্তা, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট।     

গবেষণা বিভাগের নাম

সিলভিকালচার রিসার্চ বিভাগ, বন উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগ, বন ইনভেন্টরী বিভাগ, বন্যপ্রাণী শাখা,  ট্রেনিং এন্ড টেকনোলজি ট্রান্সফার ইউনিট, কাষ্ঠ কারিগরী ও প্রকৌশল বিভাগ।

উপস্থাপনের পর উম্মুক্ত আলোচনায় বিভিন্ন বিভাগের গবেষণা স্টাডির অগ্রগতি ও কর্মসূচীর উপর প্রদত্ত মতামত ও সিদ্ধান্তসমূহ লিপিবদ্ধ করা হয়।