উল্লেখযোগ্য সুযোগসুবিধা সমূহঃ
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও গবেষণালব্ধ ফলাফল বিতরণ বা সম্প্রসারনের নিমিত্তে বেশকিছু সুযোগ-সুবিধা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এসব সুযোগ-সুবিধা ব্যাক্তি বা প্রতিষ্ঠান সকলের জন্য উম্মুক্ত।
কতিপয় সুযোগ-সুবিধাঃ
লাইব্রেরীঃ
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এর লাইব্রেরী বন বিষয়ক একটি সমৃদ্ধ লাইব্রেরী। এখানে ১২,০০০ এর অধিক বই, বুলেটিন এবং মনোগ্রাফ রয়েছে। এ ছাড়া নিয়মিত ভাবে ১২ টি স্থানীয় ও ৭৯টি আন্তর্জাতিক জার্নাল/সাময়িকী পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ ও বিনিময় করা হয়।
হারবেরিয়ামঃ
বিএফআরআই হারবেরিয়ামে এ পর্যন্ত প্রায় ৩০৭০০টি উদ্ভিদ নমুনা সংরক্ষণ করা হয়েছে।
জাইলেরিয়ামঃ
বিএফআরআই জাইলেরিয়ামে অদ্যাবধি ৬৫০ স্থানীয় ও ২০০০ বিদেশী কাঠের নমুনা সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে।
আরবোরেটামঃ
বিএফআরআই আরবোরেটামে এ পর্যন্ত ৬০টি দেশী এবং ২০ টি বিদেশী বৃক্ষ প্রজাতি এবং ১০টি বেত প্রজাতি সংরক্ষণ করা হয়েছে। এ ছাড়াও অনেকগুলো ঔষধি (বীরুৎ , গুল্ম ও বৃক্ষ) প্রজাতি দ্বারা আরবোরেটাম সমৃদ্ধ।
বন কীট পতঙ্গ ও ছত্রাকের সংগ্রহ শালাঃ
দুই হাজার ছত্রাক ও ৬০০০ কীট পতঙ্গের নমুনা যথাক্রমে ছত্রাক সংগ্রহ শালা ও কীট পতঙ্গ মিউজিয়ামে সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত নমুনার মধ্যে ৩০০ কীট-পতঙ্গ ও ২০০ ছত্রাকের নমুনা গণ/ প্রজাতি পর্যন্ত সনাক্ত করা হয়েছে ।
বন তাত্ত্বিক মিউজিয়ামঃ
বিএফআরআই এর বন তাত্ত্বিক মিউজিয়ামে কাঠের বিভিন্ন প্রকার ব্যবহার এবং গুরুত্বপূর্ণ গবেষণা কাজ সমূহ প্রদর্শিত হয়।
ব্যাম্বুসেটামঃ
বিএফআরআই ক্যাম্পাসে দেশের একমাত্র ব্যাম্বুসেটাম রয়েছে। এখানে ৩৬ প্রজাতির বাঁশ সংরক্ষিত আছে।