Wellcome to National Portal
  • 2023-11-14-06-46-854e173efecb59aa64befa7446fdce6e
  • 2021-08-26-13-10-dc45772ce0848effe3d545d9d3ca7259
  • 2021-08-26-13-14-b0eef6589cc575bb8a71e3f48a24ae09
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ এপ্রিল ২০২৩

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট-এর উপদেষ্টা কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত :


প্রকাশন তারিখ : 2021-09-05

০২-০৯-২০২১ খ্রি. তারিখ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিএফআরআই-এর উপদেষ্টা কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত হয়। সভায় উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ মোস্তফা কামাল । বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক ড. মো. মাসুদুর রহমান সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে সভার উপস্থাপনা শুরু করেন। সভার শুরুতে পরিচালক মহোদয় সভার নিম্নরূপ আলোচ্যসূচি অনুযায়ী অলোচনা উপস্থাপন করেন। আলোচ্যসূচি ছিল যথাক্রমে - ১) ২৭তম সভার কার্যবিবরণী অনুমোদন ২) ২৭তম সভার সিদ্ধান্তসমূহের বাস্তায়ন অগ্রগতি পর্যালোচনা ৩) বিগত ২০২০-২১ অর্থ বছরের বার্ষিক গবেষণা অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন ৪) চলতি ২০২১-২২ অর্থ বছরের বার্ষিক গবেষণা কর্মসূচি অনুমোদন এবং ৫) বিবিধ । প্রত্যেকটি আলোচ্যসূচি অনুযায়ী সভায় বিস্তারিত আলোচনা হয় । সভায় ২৪ টি নতুন স্ট্যাডি এবং ৩৯ টি চলমান স্ট্যাডিসহ মোট ৬৩ টি স্ট্যাডি উপস্থাপন করা হয়। উপদেষ্টা কমিটি কর্তৃক কার্যপত্র অনুযায়ী অনুমোদন শেষে সভাপতি মহোদয় সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন ।

2021-09-08-04-58-ece59e030d317d2221904c59e3cf4823     2021-09-08-05-00-6063d2d03bbf2f608f295285f8104bb9    2021-09-08-05-00-65475291550741e852c01e1a51200980     2021-09-08-05-01-00e344ef72237de17bb2f189f0a44a9d