Wellcome to National Portal
  • 2023-11-14-06-46-854e173efecb59aa64befa7446fdce6e
  • 2021-08-26-13-10-dc45772ce0848effe3d545d9d3ca7259
  • 2021-08-26-13-14-b0eef6589cc575bb8a71e3f48a24ae09
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd জানুয়ারি ২০১৯

যথাযোগ্য মর্যাদায় বিএফআরআইতে বিজয় দিবস ২০১৮ পালিত


প্রকাশন তারিখ : 2018-12-16

fdac5-1 fdac5-1

fdac5-1 fdac5-1

যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটে পালিত হয়েছে মহান বিজয় দিবস-২০১৮। সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীদের সাথে নিয়ে তিনি প্রতিষ্ঠানের শহীদ মিনারে ও মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদ সিপাহী মফিজুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পনের মাধমে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় অন্যান্যের মধ্যে বিভাগীয় কর্মকর্তা ড. হাসিনা মরিয়ম, ড. ডেইজী বিশ্বাস ও জনাব মো. জাহাঙ্গীর আলম সহ সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বিএফআরআই এর উর্ধ্বতন বন গবেষণা কর্মকর্তা সমিতি, বনানী সংঘ, কর্মচারী সংঘ, তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতি, ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির পক্ষ হতেও শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত আনসার বাহিনীর একটি সু-সজ্জিত দল বিজয় দিবসের সালাম প্রদান করে। বিএফআরআই এর পরিচালক ড. খুরশীদ আকতার দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন।