Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd জানুয়ারি ২০১৯

বিএফআরআই-এ বার্ষিক গবেষণা অগ্রগতি ২০১৭-১৮ ও গবেষণা কর্মসূচি ২০১৮-১৯ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2018-11-25

চিত্রে থাকতে পারে: 6 জন ব্যক্তি, ইন্ডোর চিত্রে থাকতে পারে: ১ জন, বসা এবং ইন্ডোর

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এর বার্ষিক গবেষণা অগ্রগতি ২০১৭-১৮ ও গবেষণা কর্মসূচি ২০১৮-১৯ বিষয়ক দিনব্যাপী কর্মশালা ২৫ নভেম্বর ২০১৮ খ্রি. এ বিএফআরআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিএফআরআই এর পরিচালক ড. খুরশীদ আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআরআই এর অবসরপ্রাপ্ত পরিচালক জনাব এম এ লতিফ এবং স্বাগত বক্তব্য রাখেন মুখ্য গবেষণা কর্মকর্তা ড. মোঃ মাসুদুর রহমান। দুটো কারিগরি সেশন এর চেয়ারপার্সন এর দায়িত্ব পালন করেন বিএফআরআই এর মুখ্য গবেষণা কর্মকর্তা ড. মোঃ মাসুদুর রহমান ও ইফেসকো, চবি এর অধ্যাপক মোহাম্মদ কামাল হোসাইন। উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন বিএফআরআই এর সর্বস্তরের বিজ্ঞানীগণসহ বন বিভাগ, বিএফআইডিসি, পরিবেশ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ইফেসকো এর প্রতিনিধিবৃন্দ।
কর্মশালায় ৬২টি স্টাডি এর গবেষণা অগ্রগতি এবং ৫৫টি স্টাডি এর গবেষণা কর্মসূচি উপস্থাপন করেন বিএফআরআই এর ১৭টি গবেষণা বিভাগ এর প্রধানগণ এবং সংশ্লিষ্ট বিভাগের গবেষকগণ। বন্যপ্রাণি শাখা এবং প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর ইউনিট এর অগ্রগতি এবং কর্মসূচি উপস্থাপন করেন শাখা ও ইউনিটদ্বয়ের প্রধান।