Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ সেপ্টেম্বর ২০২২

গবেষণা এরিয়া

বিএফআরআই এর প্রধান কাজ হলো বন বিষয়ক বিভিন্ন সমস্যা নিয়ে গবেষণা পরিচালনা। বর্তমানে বিএফআরআই নিম্নে বর্নিত কার্যক্রম পরিচালনা করছে:

  • বনায়নের সার্বিক উন্নতির জন্য পাহাড়ী ও সমতল এলাকার বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গবেষণা।
  • ক্ষুদ্র ও কুটির শিল্পসহ, কাঠ, বাঁশ ও বেতজাত শিল্পে কাঁচামালের সরবরাহ, বহুমূখী ব্যবহার ও অপচয় রোধে গবেষণার মাধ্যমে উন্নত/নতুন প্রযুক্তি উদ্ভাবন।
  • ক্ষুদ্র ও প্রান্তিক চাষী, ভূমিহীন ও দরিদ্র নারী গোষ্ঠী এবং কৃষি উদ্দ্যোক্তাদের অংশ গ্রহনের সমন্বয়ে কৃষি বনায়ন গবেষণা, লাগসই প্রযুক্তি ব্যবহারে সামাজিক বনায়ন কর্মসূচী জোরদারকরণ ও উৎপাদন মডেল সৃষ্টি।
  • প্রাকৃতিক ও মানব সৃজিত উভয় প্রকার ম্যানগ্রোভ বন এবং উপকূলীয় ভূমির সর্বোত্তম ব্যবহার ও সর্বাধিক উপযোগিতা লাভের পদ্ধতি উদ্ভাবন।
  • উদ্ভাবিত তথ্য ও প্রযুক্তি সমূহ বিভিন্ন ভোক্তা সংস্থা বা ব্যক্তি পর্যায়ে সম্প্রসারণ।