Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জুলাই ২০১৭

গোপালগঞ্জে উপস্থাপিত হল বিএফআরআই এর প্রযুক্তিসমূহ


প্রকাশন তারিখ : 2017-04-19

গোপালগঞ্জে উপস্থাপিত হল বিএফআরআই এর প্রযুক্তিসমূহ

১৮ এপ্রিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জ এর জেলাপ্রশাসক এর সম্মেলনকক্ষে ‘বিএফআরআই এর প্রযুক্তি পরিচিতি বিষয়ক এক কর্মশালা’ মূখ্য গবেষণা কর্মকর্তা ড. খুরশীদ আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কজর্মশালায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলাপ্রশাসক জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার এবং পুলিশ সুপার জনাব মুহাম্মদ সাইদুর রহমান খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জনাব মাহাবুব আলী খান। পাবলিসিটি অফিসার এম জহিরুল আলম এর সঞ্চালনায় উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর ই্উনিট এর আহ্বায়ক জনাব মোহাম্মদ শহীদ উল্যা। বন ব্যবস্থাপনা ও বনজ সম্পদ উইং এর প্রযুক্তিসমূহ উপস্থাপন করেন যথাক্রমে বিভাগীয় কর্মকর্তা জনাব মোহাম্মদ শহীদ উল্যা এবং ড. ডেইজি বিশ্বাস।
অংশগ্রহণ করেন জেলা সিভিল সার্জন, কৃষি বিভাগের উপ-পরিচালক, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণ সহ গোপালগঞ্জের জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধিগণ, সরকারী কলেজ ও উচ্চবিদ্যালয়গুলোর প্রধানগণ এবং বিএফআরআই এর বিভিন্ন ভোক্তাগোষ্ঠীর প্রতিনিধিগণ।
সফল এ কর্মশালাটির মাধ্যমে গোপালগঞ্জে বিএফআরআই এর উদ্ভাবিত প্রযুক্তিসমূহ সম্পর্কে ব্যপক আগ্রহের সৃষ্টি হয়েছে। অনেক অংশগ্রহণকারীই প্রযুক্তিগুলোর প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবী জানিয়েছেন।বিএফআরআই এর পক্ষ হতে প্রশিক্ষণ চাহিদা লিখিতভাবে প্রেরণের আহ্বান জানানো হয়েছে।