২১ মার্চ আন্তর্জাতিক বন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) এর উদ্যোগে সকাল ১১.০০টায় আলোচনাসভা বিএফআরআই পরিচালক ড. শাহীন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জীববৈচিত্র অবক্ষয়ের কারণ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে আলোচনার সূত্রপাত করেন মূখ্য গবেষণা কর্মকর্তা (বনজ সম্পদ উইং) ড. মোহাম্মদ মহিউদ্দিন। পাবলিসিটি অফিসার এম জহিরুল আলম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মূখ্য গবেষণা কর্মকর্তা ড. খুরশীদ আখতার, বিভাগীয় কর্মকর্তা ড. ডেইজি বিশ্বাস ও মিসেস সাঈদা রাইহানা মেরী, সিনিয়র রিসার্চ অফিসার জনাব শেখ মো. রবিউল আলম ও জনাব অসীম কুমার পাল, রিসার্চ অফিসার জনাব মো. শাহ আলম এবং রিসার্চ এ্যাসিস্ট্যান্ট গ্রেড-১ জনাব সৈয়দুল আলম সোহেল।
সভাপতির বক্তব্যে ড. শাহীন আক্তার বলেন যে, বন গবেষকদের কাজের মাধ্যমে প্রমান করতে হবে প্রতিটি দিনই তাঁদের জন্য বন দিবস।একই সাথে তিনি বৈজ্ঞানিক প্রবন্ধের পাশাপাশি বন বিষয়ক জনপ্রিয় প্রবন্ধ লেখার জন্য গবেষকদের প্রতি আহবান জানান।
মূখ্য গবেষণা কর্মকর্তা ড. খুরশীদ আক্তার বলেন যে, এসডিজি-২০৩০ এর ১৭টি লক্ষ্যের প্রায় সবগুলোই বনের সাথে সম্পৃক্ত।