Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd জানুয়ারি ২০১৯

উত্তরের জেলা নওগাঁয় উপস্থাপিত হল বিএফআরআই এর প্রযুক্তিসমূহ


প্রকাশন তারিখ : 2018-11-06

চিত্রে থাকতে পারে: 10 জন ব্যক্তি, ব্যক্তিগণ বসে রয়েছেন এবং টেবিল চিত্রে থাকতে পারে: 3 জন ব্যক্তি, ব্যক্তিগণ বসে রয়েছেন
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট নওগাঁ জেলা প্রশাসন এর সহায়তায় ৬ নভেম্বর ২০১৮ তারিখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি’ বিষয়ক কর্মশালা করেছে । বিএফআরআই এর মুখ্য গবেষণা কর্মকর্তা ড. মো. মাসুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ এর জেলা প্রশাসক জনাব মোঃ মিজানুর রহমান । বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাহাবুবুল আখতার ও রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জনাব এস এম সাজ্জাদ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন নওগাঁ জেলা বৃক্ষ রোপণ ও পরিবেশ সুরক্ষা সংস্থার সভাপতি জনাব মো. মশিউর রহমান। অংশগ্রহণ করেন নওগাঁ জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তাবৃন্দ, বনবিভাগের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধিগণ, সরকারী কলেজের অধ্যাপক, উচ্চবিদ্যালয়গুলোর প্রধানগণ এবং বিএফআরআই এর বিভিন্ন ভোক্তাগোষ্ঠীর প্রতিনিধিগণ। কর্মশালার সমন্বয়ক জনাব এম জহিরুল আলম এর উপস্থাপনায় উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় কর্মকর্তা জনাব মোহাম্মদ শহীদ উল্যা। বন ব্যবস্থাপনা ও বনজ সম্পদ উইং এর প্রযুক্তিসমূহ উপস্থাপন করেন যথাক্রমে বিভাগীয় কর্মকর্তা জনাব মোহাম্মদ শহীদ উল্যা এবং ড. ডেইজী বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোঃ মিজানুর রহমান নওগাঁবাসীদেরকে বিএফআরআই এর প্রযুক্তিসমূহ ব্যবহারের আহবান জানিয়ে সেখানে বিএফআরআই এর একটি গবেষণা স্টেশন স্থাপনের অনুরোধ করেন।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন নওগাঁ প্রেসক্লাবের সভাপতি, সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. আবু বকর সিদ্দিক, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি জনাব ফরিদুল কবীর ও সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. শরিফুল ইসলাম।