Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd অক্টোবর ২০১৮

বাংলাদেশ ফার্নিচার মালিক সমিতি‘র নেতৃবৃন্দর সাথে বিএফআরআই গবেষকদের মতবিনিময় সভা


প্রকাশন তারিখ : 2018-10-11

বাংলাদেশ ফার্নিচার মালিক সমিতি‘র কেন্দ্রিয় মহা-সচিব জনাব মো. ইলিয়াস সরকারের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল অদ্য ১১/১০/২০১৮খ্রি. সকাল ১০.০০টায় বিএফআরআই পরিচালকের সভাকক্ষে গবেষকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় সভাপতিত্ব করেন বন ব্যবস্থাপনা উইং এর মুখ্য গবেষণা কর্মকর্তা ড. মো. মাসুদুর রহমান। বিএফআরআই এর কর্মকর্তাগণের মধ্যে অংশগ্রহণ করেন বিভাগীয় কর্মকর্তা (প্রশাসন) জনাব মো. জাহাঙ্গীর আলম, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর ইউনিট এর আহবায়ক জনাব মো. আনিসুর রহমান, কাষ্ঠ কারিগরি ও প্রকৌশল বিভাগের বিভাগীয় কর্মকর্তা জনাব মো. রমিজ উদ্দিন, রিসার্চ অফিসার জনাব মো. আবদুস সালাম, জনাব মো. মাহবুবুর রহমান, জনাব মো. নাজমুল আহছান মৃধা, জনাব মো. সাইদুর রহমান, সহকারী মৃত্তিকা বিজ্ঞানী জনাব এম জহিরুল আলম ও এফ আই জনাব মো: মিছবাহ উদ্দীন।
বাংলাদেশ ফার্নিচার মালিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে ছিলেন কেন্দ্রিয় সিনিয়র সহ-সভাপতি জনাব সৈয়দ এ এস এম নুরউদ্দিন, চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক জনাব মাকসুদুর রহমান ও নিউ ইউনিভার্সেল ফার্নিচারের মালিক সৈয়দ আই এম ইফতেখার উদ্দিন।
সভায় উত্থাপিত বিষয় ও সিদ্ধান্তসমূহ:
১) বাংলাদেশ ফার্নিচার মালিক সমিতির চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক ও জেএমজি ফার্নিচারের মালিক জনাব মাকসুদুর রহমান তাঁর ফ্যাক্টরীতে বিএফআরআই কর্তৃক উদ্ভাবিত সৌর চুল্লীর সাহায্যে কাঠ সিজন করার প্রযুক্তির একটি মডেল স্থাপন করার প্রস্তাব করলে সেখানে একটি মডেল স্থাপন করার বিষয়ে সকলেই একমত হন।
২) আগামী ১৪-১৫ অক্টোবর অনুষ্ঠিতব্য জাতীয় ফার্নিচার মেলায় অংশগ্রহণের জন্য নেতৃবৃন্দ বিএফআরআইকে আমন্ত্রণ জানান।
৩) মালিক সমিতিকে তাঁদের চাহিদা লিখিতভাবে বিএফআরআইকে জানানোর অনুরোধ করা হয়।
৪) কাঠ ব্যবহারের সময় সিংকেজ কমানোর বিষয়ে গবেষণায় অধিকতর গুরুত্ব দেওয়ার জন্য নেতৃবৃন্দ অনুরোধ জানান।
৫) সিজনিং এর সময় কমিয়ে আনার বিষয়ে গবেষণার উপর জোর দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

Image may contain: 1 person, sitting, table and indoor Image may contain: 6 people, people sitting and indoor

Image may contain: 4 people, people standing Image may contain: 6 people, people standing