Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জুলাই ২০১৭

বিএফআরআইতে অর্ধবাষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা কর্মশালা (২০১৬-১৭)এ প্রধান অতিথি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব


প্রকাশন তারিখ : 2017-04-16

বিএফআরআইতে অর্ধবাষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা কর্মশালা (২০১৬-১৭)এ  প্রধান অতিথি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের  সচিব

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এর প্রধান কার্যালয় পরিদর্শণ করেন। গত ১৫/০৪/২০১৭ খ্রি. বিএফআরআইতে অনুষ্ঠিত অর্ধবাষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা কর্মশালা (২০১৬-১৭)-এর প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব জনাব ইসতিয়াক আহমদ । ১৫-১৬ এপ্রিল, ২০১৭ খ্রি.দু-দিন ব্যপী অনুষ্ঠিত কর্মশালায় বিএফআরআই পরিচালক ড. শাহীন আক্তার এর সভাপতিত্ব করেন। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএফআরআই-এর মূখ্য গবেষণা কর্মকর্তাদ্বয় ড. খুরশীদ আকতার ও ড. মোহাম্মদ মহীউদ্দিন; বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, সিনিয়র রিসার্চ অফিসারগণ, রিসার্চ অফিসারবৃন্দসহ বিএফআরআই-এর অন্যান্য বিজ্ঞানীবৃন্দ; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ কামাল হোসেন ও প্রফেসর ড. মোহাম্মদ মোজাফ্ফর হোসেনসহ অন্যান্য অধ্যাপকবৃন্দ; বনবিভাগ, বিএআরসি, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর, বিএফআইডিসি, পরিবেশ অধিদপ্তর ও সরকারী বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।