গত ৪-৬ অক্টোবর ২০১৮ অনুষ্ঠিত ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) অংশগ্রহণ করেছে। জাতীয় পর্যায়ে ঢাকার শেরেবাংলানগরস্থ আগারগাঁও এর বানিজ্যমেলা মাঠে অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীণ প্রতিষ্ঠান হিসেবে অংশ নিয়ে বিএফআরআই কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তিসমূহ দর্শনার্থীদের প্রদর্শন করা হয়। মেলার শেষ দিনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জনাব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী বিএফআরআই এর প্রযুক্তি উপস্থাপন কার্যক্রম পরিদর্শন করেন।
চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ে আয়োজিত মেলায়ও বিএফআরআই অংশগ্রহণ করে । উদ্বোধনী র্যালিতে বিএফআরআই পরিচালক ড. খুরশীদ আকতার এর নেতৃত্বে মুখ্য গবেষণা কর্মকর্তা, বিভাগীয় কর্মকর্তাগণ, সিনিয়র রিসার্চ অফিসারগণ ও রিসার্চ অফিসারগণসহ সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীগণ অংশ নেন। খুলনায় ম্যানগ্রোভ সিলভিকালচার বিভাগ এবং বরিশালে প্লান্টেশন ট্রায়াল ইউনিট বিভাগ বিভাগীয় পর্যায়ে অংশ নিয়েছে।