Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ ফেব্রুয়ারি ২০১৭

বিএআরসি এর নির্বাহী চেয়ারম্যান এর বিএফআরআই পরিদর্শণ


প্রকাশন তারিখ : 2017-02-25

২৫/০২/২০১৭ খ্রি. সকাল ১০.০০টায় বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল এর নির্বাহী চেয়ারশ্যান ড. মোহাম্মদ জালাল উদ্দীন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এর প্রধান কার্যালয় পরিদর্শণ করেন।পরিদর্শণকালে তাঁর সাথে বিএআরসি এর মূখ্য বৈজ্ঞিানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শাজাহান ছিলেন। বিএফআরআই এর বিভিন্ন কর্যক্রম সরেজমিনে পরিদর্শণ শেষে তিনি ঊর্ধতন বিজ্ঞানীদের সাথে মতবিনিময় সভা করেন। বিএফআরআই পরিচালক ড. শাহীন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। বক্তবে ড. মোহাম্মদ জালাল উদ্দীন বলেন যে, গবেষকদের অক্লান্ত পরিশ্রমে দেশ খাদ্যে সয়ংসম্পূর্ণ হলেও পুষ্টিতে সয়ংসম্পূর্ণ নয়। বর্তমান লক্ষ্য হল খাদ্যের সাথে পুষ্টিতেও দেশকে সয়ং সম্পূর্ণ করণ। সে লক্ষ্যকে সামনে রেখেই বিজ্ঞানীগণ গবেষণাকার্য পরিচালনা করছেন। বিএফআরআই এর নানাবিধ সমস্যা সম্পর্কে অবহিত হয়ে তিনি সেসব সমাধানে সচেষ্ট হবেন বলে জানান।
সভাপতির বক্তব্যে ড. শাহীন আক্তার বিএপআরআই এর নানা সমস্যা তুলে ধরে সমাধানে নির্বাহী চেয়ারম্যান মহোদয়ের সহায়তা চান। সভায় অন্যান্যের মধ্যে মূখ্য গবেষণা কর্মকর্তদ্বয় ড. খুরশীদ আকতার ও ড. মোহাম্মদ মহীউদ্দিন, বিভাগীয় কর্ম কর্তা জনাব মোহাম্মদ শহীদ উল্যা, ড. ডেইজী বিশ্বাস ও ড. মো. মাহবুবুর রহমান, সিনিয়র রিসার্চ অফিসার ড. জাকির হোসাইন এবং পাবলিসিটি অফিসার জনাব মো. জহিরুল আলম বক্তব্য রাখেন।