Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ নভেম্বর ২০১৮

প্লাসট্রি/মাতৃবৃক্ষ নির্বাচন, বীজ সংগ্রহ ও সংরক্ষণ এবং QPM এর ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2018-11-01

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এর বীজ বাগান বিভাগ এর মানসম্পন্ন বীজের উৎসের উন্নয়ন ও পরিজ্ঞাতকরণ প্রকল্পের অধীণ গতকাল ৩১ অক্টোবর ২০১৮ খ্রি. এ দিনব্যাপী বিএফআরআই মিলনায়তনে প্লাসট্রি/মাতৃবৃক্ষ নির্বাচন, বীজ সংগ্রহ ও সংরক্ষণ এবং QPM এর ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক ড. খুরশীদ আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ মোজাহেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআরআই এর বন ব্যববস্থাপনা উইং এর মুখ্য গবেষণা কর্মকর্তা ড. মো: মাসুদুর রহমান এবং একই মন্ত্রণালয়ের উপ-সচিব জনাব সামসুর রহমান খান। সহকারী মৃত্তিকা বিজ্ঞানী জনাব এম জহিরুল আলম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এবং প্রকল্প পরিচিতি তুলে ধরেন বিভাগীয় কর্মকর্তা ড. হাসিনা মরিয়ম।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জনাব মো. বখতিয়ার নুর সিদ্দিকী।
প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন বন অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন বিভাগের ফরেস্টার ও বাগানমালীগণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মচারীগণ এবং চট্টগ্রাম শহরেরর বিভিন্ন নার্সারী মালিকগণ। প্রশিক্ষণটির উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিরিক্ত সচিব জনাব মোঃ মোজাহেদ হোসেন অন্যান্য অতিথিগণকে নিয়ে বিএফআরআই এর বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শন করেন।

Image may contain: 13 people, people smiling, people sitting, screen, office and indoor Image may contain: 6 people, people smiling, people sitting and indoor

Image may contain: 2 people, people sitting, table and indoor Image may contain: 8 people, including Mezan-Ul Hoque, M Zahirul Alam and Rafiqul Haider, people sitting, table and indoor