Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd সেপ্টেম্বর ২০১৮

জাতীয় শোক দিবস পালিত


প্রকাশন তারিখ : 2018-08-15

জাতীয় শোক দিবস পালিত

Image may contain: 16 people, including Shohel Rana, Mohin Molla, Anwarul Islam, Shahid Ullah, Sohel Syedul and Riaz Riaz, people standing and outdoor  Image may contain: 21 people, including Shohel Rana, M Zahirul Alam and Humaun Minto, outdoor

Image may contain: 6 people, including Shohel Rana  Image may contain: one or more people, crowd and indoor

বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদাৎ বার্ষিকি পালন করেছে। চট্টগ্রাম বিভাগীয় প্রশাসনের সাথে সংযুক্ত হয়ে বিএফআরআই পরিচালক ড. খুরশীদ আকতার এর নেতৃত্বে সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে চট্টগ্রাম সার্কিট হাউস হতে শোকর‌্যালী করে চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে শেষ করা হয়। পরবর্তীতে বিএফআরআই মিলনায়তনে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএফআরআই পরিচালক ড. খুরশীদ আকতার।সহকারী মৃত্তিকা বিজ্ঞানী জনাব এম জহিরুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভাগীয় কর্মকর্তা ড. হাসিনা মরিয়ম, জনাব মো. রফিকুল ইসলাম, জনাব মোহাম্মদ শহীদ উল্যা, ড. ডেইজী বিশ্বাস ও জনাব মোঃ জাহাঙ্গীর আলম, ফিল্ড ইনভেস্টিগেটর জনাব মো. মফিজুল ইসলাম, ৩য় শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি জনাব মো. আবুল মনসুর, জনাব মো. সামসুজ্জামান ও জনাব মো. আনোয়ারুল ইসলাম।
দোয়া পরিচালনা করেন বিএফআরআই জামে মসজিদের সহকারী মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ কাওসার।
সভাপতির বক্তব্যে বিএফআরআই এর পরিচালক ড. খুরশীদ আকতার বাংলাদেশ সৃষ্টিতে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান এর অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করে ১৫ আগস্ট নিহত সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রুপায়নে সচেষ্ট হওয়ার নিদর্শণ হিসেবে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এর সর্বস্তরের কর্মকর্তা এবং কর্মচারীদের নিজনিজ কর্মে আত্মনিবেদিত হওয়ার আহ্বান জানান।