গত ০৪/১১/২০১৮ খ্রি. তারিখ বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট পুরাতন অডিটোরিয়ামে জাতীয় শুদ্ধাচার কৌশল, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, সরকারি কর্মচারি নিয়মিত উপস্থিতি (অধ্যাদেশ) ১৯৮২ এবং সচিবালয় নির্দেশমালা ২০১৪ বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। কোর্সের প্রশিক্ষক ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর সম্মানিত উপসচিব জনাব মো: মামুনুর রশীদ। উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের গৌণ বনজ সম্পদ বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. রফিকুল হায়দার, বন ইনভেন্টরী বিভাগের বিভাগীয় কর্মকর্তা জনাব মোহাম্মদ শহীদ উল্যা এবং বিভাগীয় কর্মকর্তা (প্রশাসন) জনাব মো: জাহাঙ্গীর আলম। উক্ত প্রশিক্ষণ কোর্সে ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ অফিসার, রিসার্চ অফিসার, কিউরেটর, লাইব্রেরীয়ান, ফিল্ড ইনভেস্টিগেটর ও রিসার্চ এ্যাসিসটেন্ট (গ্রড-১) সহ মোট ৪০ জন অংশগ্রহন করেন।